তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- মঙ্গলবার সকাল থেকে তীব্র গরমের পর মঙ্গলবার সন্ধ্যা থেকে সমগ্র কাঁকসা জুড়ে শুরু হয় প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়।
এদিন কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ও প্রবল ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।প্রবল ঝড়ের কারণে বেশ কয়েকটি এলাকায় বড় বড় গাছের ডাল রাস্তার উপরে ভেঙে পরে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকাল থেকে প্রবল গরমের পর সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টির ফলে কাঁকসা জুড়ে গরমের থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।তবে প্রশাসন সূত্রে এখনো কোথাও কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি।