সংবাদাতা,পূর্ব বর্ধমান:- রাহুল গান্ধীকে ই ডি র তলব ও অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস সাংসদদের হেনস্তার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ জেলা কংগ্রেসের।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের উল্লাস এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।বিক্ষোভের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার।
এদিন ভরদুপুরে কংগ্রেস কর্মীরা জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে বহু যানবাহন আটকে পরে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।