সংবাদাতা, পূর্ব বর্ধমান:- দু'টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেল এক যুবক, গুরুতর জখম হয়েছে ৩ জন বাইক আরোহী।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের নাসিকগ্রামে দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়।মৃত যুবকের নাম চিরন মালিক(২২), বাড়ি পাল্লারোডে।আহত যুবকদের নাম জিৎ মালিক বাড়ি ক্ষীরগ্রামে, সোমনাথ মুখার্জী, বিশ্বনাথ মুখার্জী এদের দু'জনের বাড়ি ভাতারের নাসিকগ্রামে ।