সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ছেলের হাতে মা খুন।মঙ্গলবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের ধনকোড়া গ্রামে এই ঘটনা ঘটেছে ।মৃতার নাম মনিকা পাল(54)। ঘটনার জেরে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মনিকাদেবীর ছেলে অমর পাল দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। ছোট থেকেই অমরের মানসিক চিকিৎসাও চলছে। বর্তমানে অমরের বাবা পরিমল পাল রান্নার কাজে পর্যটকদের বাসে অসমে গিয়েছেন। বাড়িতে ছিলেন মা ও ছেলে।
এদিন সকালে গ্রামবাসীরা ঘরের মেঝেতে মনিকাদেবীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করে পুলিশ। মেঝেতে শুতেন মনিকাদেবী। ঘুমন্ত মায়ের মাথা মেঝেতে ঠুকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
আউশগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠিয়েছে।ধৃতকে মঙ্গলবারই বর্ধমান আদালতে তোলা হয়।