তনুশ্রী চৌধুরী, পানাগড় :- পানাগড় বাজারের চৌমাথা মোড় এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো মঙ্গলবার সকালে। ঘটনা সূত্রে জানাগেছে ওই ব্যক্তি রাস্তার উপরে হঠাৎই পরে যান।
স্থানীয়রা ও কাঁকসা থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম উত্তম সাউ।বছর পঞ্চান্নর মৃত উত্তম সাউ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা। এদিন খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা কাঁকসা থানায় এসে মৃতদেহ সনাক্ত করে।
প্রত্যক্ষ দর্ষীরা জানিয়েছেন মৃত ব্যক্তি আসানসোল থেকে মঙ্গলবার সকালে পানাগড় বাজারে আসেন কাজের সূত্রে। পানাগড় বাজারে চৌমাথা মোড়ের কাছে হটাৎই অসুস্থ হয়ে পড়েন। এর পরেই কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের BMOH ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন ঘটনাস্থলেই তার মৃত্য হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।