শুভময় পাত্র, বীরভূম:- বীরভূমে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক। বিহার ও ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ।
এই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী উদ্ধার হয়েছে পাঁচটি মাসকেট, তিনটি ওয়ান শার্টার , ২ শার্টার ১টি ও ১০টি কার্তুজ সহ বোমা তৈরীর মালমশলা।
বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন,গত ১১ জুন দুবরাজপুর থানার বোধগ্রামের বাসিন্দা শেখ মুজিবুরকে বোমা তৈরির মসলা সহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ক'রে এই আগ্নেয়াস্ত্রের হদিস মেলে।
আজ জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন পাঁচমাস ধরে নজর রাখা হচ্ছিলো শেখ মুজিবুরের উপর। বিহার এবং ঝারখন্ড থেকেই এইসব আগ্নেয়াস্ত্র আসতো বলে পুলিশের প্রাথমিক ভাবে জানতে পেরেছে।