Type Here to Get Search Results !

পাণ্ডবেশ্বরের শ্মশান ঘাটে পুরনো চারটি বাড়ি ধুলিস্যাৎ নিয়ে শুরু রাজনৈতিক তরজা



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:- বুধবার দুর্গাপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে ঠিক সেই মুহূর্তেই পাণ্ডবেশ্বরে 'বোমা বিস্ফোরণের' ঘটনা সামনে এলো । 'বুধবার সকাল ৮:৩০ মিনিট নাগাদ পাণ্ডবেশ্বরের অজয় নদী সংলগ্ন একটি শ্মশানঘাটের পুরনো চারটি বাড়ি বোমা বিস্ফোরণের কারণে ধুলিস্যাৎ হয়ে যায় । এমনটাই অভিযোগ করছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ।' 





বোমা বিস্ফোরণ কাণ্ডের পর একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা এই ঘটনার এন.আই.এ তদন্তের দাবি করেন । যদিও নির্জন স্থানে পরিত্যক্ত বাড়িতে ঘটনা ঘটায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি । তবে জিতেন্দ্র বাবুর অভিযোগ পাণ্ডবেশ্বর এলাকায় শ্মশানে যেভাবে বোমা বিস্ফোরণে পরপর চারটি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, তাতে কমপক্ষে ১০০টির বেশি বোমা মজুদ ছিল যেগুলি বিস্ফোরণ হয়েছে । তিনি এও অভিযোগ করেন এই ঘটনার পিছনের শাসকদলের মদত রয়েছে । জিতেন্দ্র বাবু সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করে বলেন পাণ্ডবেশ্বর এলাকায় শাসকদলের লোকেরা শুধু বোমা পিস্তল মজুদেই ব্যস্ত । তিনি বলেন এত বড় ঘটনা এটা কোন সামান্য ব্যাপার নয় ।  তাই এই ঘটনায় সঠিক তদন্তের জন্য এনআইএ- র হাতে তদন্তভার তুলে দেওয়ার আর্জি জানিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে একটি চিঠি লেখেন । 




অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির তোলা সমস্ত অভিযোগকে অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে থানার ওসির সাথে কথা বলেছেন এবং জেনেছেন যে নদী সংলগ্ন একটি পুরনো পরিত্যক্ত বাড়ি বৃষ্টির কারণে ভেঙে পড়েছে।  এবং নরেন বাবু এও বলেন অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । এর পাশাপাশি বিধায়ক বলেন, এটা শুধু শুধু একটা ষড়যন্ত্র মাত্র। তিনি বলেন 'পাণ্ডবেশ্বর শান্তির পাণ্ডবেশ্বর, শুধু শুধু চক্রান্ত করে পাণ্ডবেশ্বর কে অশান্ত করার চেষ্টা করবেন না।' 



তদন্তের খাতিরে ঘটনাস্থলে পৌঁছান ডিসি ইস্ট অভিষেক গুপ্তা । তিনি জানান ঘটনাস্থল সম্পূর্ণভাবে নিরীক্ষণ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে । সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad