তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জনের ডাকাত দল কে গ্রেফতার করে ডাকাতির ছক বানচাল করল কাঁকসা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ সহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোর রাত্রে কাঁকসার শিবপুর থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় একটি ছোট গাড়িতে করে জনাকয়েক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও আরো দুজন পালিয়ে যায়। বুধবার ধৃত চার জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের নাম ইন্দ্রজিৎ মেহেরা, বিশ্বকর্মা মেহেরা, গোবিন্দ দাস এবং সোমনাথ ডোম। ধৃত চারজনই বীরভূম জেলার বাসিন্দা।ইন্ডিকা গাড়ি আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চারজন সহ আরো দুইজন একটি গাড়ি করে কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে তাদের কাছে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র এবং একটি আগ্নেয়াস্ত্রসহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃতরা এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড় হয়েছিল। তার আগে ই পুলিশ তাদেরকে গ্রেফতার করে ডাকাতির ছক বানচাল করে।