সংবাদাতা,পূর্ববর্ধমান:- কাঁচ পরিস্কার করতে গিয়ে নার্সিংহোমের ৪ তলা থেকে পরে মৃত্যু হল একজন শ্রমিকের।মৃতের নাম সেখ সিরাজউদ্দিন (৩৫)।বাড়ি কলকাতায়।
বর্ধমানের গোদার স্বাস্থ্যনগরীতে অবস্থিত ওই বেসরকারি নার্সিংহোমে অন্যান্য কয়েকজনের সাথে কাজে যায় সিরাজউদ্দিন।নার্সিংহোমের কাঁচ পরিস্কার করার জন্য ৪ তলা ছাদ থেকে নিচে নামতে গিয়ে পরে যায় সে।
পরে তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।কিভাবে ঘটনাটি ঘটল? কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিলো কি না তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।