সংবাদাতা,পূর্ববর্ধমান:- টোটো চোর সন্দেহে এক ব্যক্তিকে দড়ি দিয়ে বাঁশের সাথে বেঁধে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। বুধবার বিকালে বর্ধমান স্টেশন সংলগ্ন রেলওয়ে ওভার ব্রীজের নিচে টোটো স্ট্যাণ্ডে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই ব্যক্তি পরপর কয়েকটি টোটো একটি চাবি দিয়ে খুলতে যায় বলে অভিযোগ, এবং তখনই তাকে ধরে ফেলে টোটো স্ট্যাণ্ডে থাকা চালকরা।
তাদের অভিযোগ, এই স্ট্যাণ্ড থেকে বিভিন্ন সময় টোটোর ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটছে। আজ একজন চোরকে হাতেনাতে ধরা হয়েছে। তবে এই ব্যক্তির পক্ষে একা টোটো চুরি করে নিয়ে যাওয়া সম্ভব নয়, এর সাথে আরও বেশ কয়েকজন থাকতে পারে বলে টোটোচালকদের অনুমান। এরপর টোটোচালকরা পুলিশে খবর দিলে বর্ধমান থানার পুলিশ গিয়ে তাকে আটক করে।