তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- গলসি এক নম্বর ব্লকের একটি মিড ডে মিলের প্রকল্পের টাকা বেনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বুদবুদ কংগ্রেস কমিটির পক্ষ থেকে গোলসি এক নম্বর ব্লকের ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা।
এদিন মিছিল করে এসে কংগ্রেস কর্মীরা ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন।বুদবুদ ব্লক কংগ্রেস সভাপতি জয়গোপাল দে জানিয়েছেন গত কয়েকদিন আগে গোলসি ১ নম্বর ব্লকের একটি মিড ডে মিলের প্রকল্পের টাকার বেনিয়মের অভিযোগ সামনে আসে।
গোটা ঘটনায় গলসি এক নম্বর ব্লকের আধিকারিক দেবলীনা দাস এর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ঠিকা সংস্থাকে কাজ না হওয়ার আগেই মিড ডে মিল প্রকল্পের টাকা পাইয়ে দিয়েছেন।
ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজনৈতিক সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। শুক্রবার চার দফা দাবিকে সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেন কংগ্রেস কর্মী সমর্থকরা।