তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল না মেটানোর ফলে বিদ্যুৎ দপ্তর এর অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির বাড়ি পানাগর বাজারের বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায়। ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল বকেয়া রাখেন।
এরপরই পানাগর বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিকরা ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ শুক্রবার তাকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।