তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- কাঁকসার তেলিপাড়া এলাকা থেকে এক আদিবাসী শিশুকে অপহরণের চেষ্টা চালায় একদল দুষ্কৃতী বলে অভিযোগ।শুক্রবার দুপুরে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানায় ওই শিশুর পরিবার।
শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন গত বুধবার দুপুর নাগাদ একদল দুষ্কৃতী গ্রামে ঢুকে তার বাচ্চাকে ঘুমের ইনজেকশন দিয়ে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন।তবে কোন কারনে তাদের হাত থেকে তার বাচ্চা বেরিয়ে বাড়ি চলে আসে।
বৃহস্পতিবার ঐ শিশুটি অসুস্থ বোধ করলে তাকে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। শুক্রবার পরিবারের পক্ষ থেকে কাঁকসা থানা অপহরণের চেষ্টার লিখিত অভিযোগ জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ওই এলাকায় তদন্ত শুরু করে।গোটা ঘটনাকে ঘিরে কাঁকসা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন শুধু কাঁকসা নয় রাজ্য জুড়ে নানান ধরনের অপরাধমূলক কাজ হয়েই চলেছে। এই বিষয়ে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।
অপরদিকে কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ-সভাপতি সমরেশ ব্যানার্জি জানিয়েছেন যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে অপরাধীদের ধরছে।তাই কারা কি অভিযোগ তুলল সেই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।কারণ প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে।