সংবাদাতা,পূর্ব বর্ধমান:- মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আপ্লুত রেণু খাতুন।এদিন সভার শেষে রেণু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা বলতে আসেন।তিনি জানান, মুখ্যমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন তুমি এগিয়ে যাও। রেণু জানান, আমার মনের ইচ্ছা পুরণ হলো আজ। ওনার সাথে দেখা করে আনন্দিত।
আরো পড়ুন:- পঞ্চায়েত ভোটের আগে কৃষিপ্রধান জেলা বর্ধমানে এসে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
প্রসঙ্গত কেতুগ্রামের বীরাঙ্গনা রেণু এখন বর্ধমানের মালিরবাগানে দিদির বাড়ি থাকছেন। তিনি সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের কাজেও যোগ দিয়েছেন।