সংবাদাতা,দুর্গাপুর:- নববধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ইস্পাত নগরীতে। বি জোন টাউনশীপের এডিসনের গৃহবধুর শিল্পী কুমারীর রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য । সূত্রের খবর বিহারের কাঁকো এলাকার শিল্পীর সঙ্গে দেড় মাস আগে দুর্গাপুরের এডিসনের সত্যজিৎ কুমারের বিবাহ হয়।
শিল্পীর বাড়ির অভিযোগ বিয়ের পর থেকে অশান্তি লেগেই ছিল সংসারে। বিয়ের পর দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ছিল শিল্পী।৯দিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে শিল্পী। তার পরেও অশান্তি লেগেই ছিল। রবিবার দুপুরে দরজা লাগিয়ে আত্মঘাতী হয় বলেও দাবি সত্যজিতের পরিবারের।
আরোপড়ুন:-মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আপ্লুত রেণু
অন্যদিকে মৃতার পরিবারের অভিযোগ তাঁদের মেয়েকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন । দুর্গাপুরের বি জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের মৃতার পরিবারের।আত্মঘাতী নাকি খুনের ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।