তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- রবীন্দ্র-নজরুল সুকান্ত জয়ন্তী পালিত হল পানাগর গ্রামে।বুধবার সন্ধ্যায় পানাগর গ্রামে ছাত্র সমিতি ক্লাবের উদ্যোগে এলাকার প্রতিভাবান শিল্পীদের নিয়ে গান কবিতা আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত জয়ন্তী অনুষ্ঠিত হয়।
এদিন শ্রদ্ধেয় প্রয়াত সন্তোষ কুমার দের মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ,সুকান্ত ভট্টাচার্য এবং নজরুল ইসলামের গান, কবিতা এবং নৃত্য পরিবেশন করেন এলাকার প্রতিভাবান শিল্পীরা।
উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিবছর তারা এই অনুষ্ঠান করে থাকেন এলাকার প্রতিভাবান শিল্পী দের উৎসাহ বাড়ানোর জন্য।গত দু'বছর করোনার জন্য তারা এই অনুষ্ঠান করতে পারেননি। তবে এ বছর করোনার প্রকোপ তেমন না থাকায় তারা এলাকার প্রতিভাবান শিল্পী দের উৎসাহ বাড়ানোর জন্য পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠান শুরু করেছেন।
দীর্ঘ দুই বছর পর পুনরায় অনুষ্ঠান শুরু হওয়ায় খুশি এলাকার প্রতিভাবান শিল্পীরা এবং এলাকার মানুষ।