তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- বুধবার সকালে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার সকালে কাঁকসার গোপালপুর এলাকার জঙ্গল থেকে রঞ্জিত মন্ডল নামের 60 বছর বয়সি এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়।
জানা গেছে ওই বৃদ্ধ মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে মৃত ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকালে গোপাল পুরের বাসিন্দা রন্জিত মন্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন বলে অনুমান পরিবারের সদস্যদের।