তনুশ্রী চৌধুরী, পানাগড়:- বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাস সংলগ্ন বুদবুদের কোটা মোড়ের কাছে।
জানা গেছে বৃহস্পতিবার সকালে পুলিশ' লেখা একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে। ঘটনার সময় কর্মরত অবস্থায় ডাম্পারের সামনে দাঁড়িয়ে ছিলেন জাতীয় সড়ক নির্মাণকারী বেসরকারি সংস্থার এক কর্মী।
পুলিশ' লেখা ছোট গাড়িটি ডাম্পারের পেছনে ধাক্কা মারলে ডাম্পার টি ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা ঠিকা সংস্থার কর্মীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাতীয় সড়কে কর্মরত অবস্থায় ঠিকা সংস্থার ওই কর্মীর| মৃত ওই ঠিকা কর্মীর নাম শুভজিৎ দত্ত।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ' লেখা গাড়ি এবং ডাম্পার টিকে আটক করেছে বুদবুদ থানার পুলিশ। পাশাপাশি দুই পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।