তনুশ্রী চৌধুরী, কাঁকসা ও সংবাদাতা পূর্ব বর্ধমান:-রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবীতে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। সোমবার গলসি ১ নং ব্লকের বোলপুর গ্রাম থেকে পারাজ পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয় তৃণমূল নেতা কর্মীরা।
পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি জাকির হোসেন জানান, রাজ্যের বকেয়া টাকা ফেরানোর দাবীতে জেলার প্রত্যেকটা ব্লকের অঞ্চল ভিত্তিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ ও মিছিল চলছে। সেই মত গতকাল গলসি ব্লকের চারটি অঞ্চলকে প্রতিবাদ মিছিল হয়েছিল। আজ ব্লকের পাঁচটি অঞ্চলের তৃণমূল কর্মীরা মিছিলে সামিল হল।
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের কর্মীরা জেলার সর্বত্র সামিল হয়েছে। আজ গলসির বোলপুর গ্রাম থেকে পারাজ গ্রাম পর্যন্ত চার কিলোমিটার মিছিল করে তৃণমূল কর্মীরা। মিছিল শেষে পারাজ হাটতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়।
এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি জাকির হোসেন, গলসির বিধায়ক নবীন বাগ, আউসগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরুপ মিদ্যা সহ গলসি ব্লকের তৃণমূল নেতৃত্ব।
পাশাপাশি, একই দাবিতে কাকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কিসান ক্ষেতমজুর সংগঠনের যৌথ উদ্যোগে কাঁকসার শ্রীলামপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো।
এদিন কাঁকসার শ্রীলামপুর হনুমান মন্দির থেকে মিছিল শুরু করে শ্রীলামপুরের কলতলা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার কিসান ক্ষেতমজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, কাঁকসা ব্লকের যুব তৃণমূল সভাপতি কুলদীপ সরকার,কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গৌরঙ্গ ঘোষ,আমলা জোড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিম আলী মীর সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয় তৃণমূলের।
বিধায়ক প্রদীপ মজুমদার বলেন রাজ্যের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে, ১০০ দিনের কাজের টাকা এখনো বকেয়া রেখেছে। এখনো বহু মানুষ ১০০ দিনের কাজ করে তারা তাদের প্রাপ্য টাকা পাইনি।
তাই একশো দিনের শ্রমিকদের বকেয়া কাজের টাকার দাবিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কর্মীরা পথে নেমেছে এবং প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি, রাজ্যের ১০০দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সোমবার কাঁকসার বান্দ্রা গ্রামে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন ১০০দিনের কাজের বকেয়া টাকার দাবি সহ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামে তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে অংশ নেয়।সোমবার সকালে প্রতিবাদ মিছিলটি সমগ্র বান্দ্রা গ্রাম প্রদক্ষহীন করে।
তৃণমূল কর্মীরা জানিয়েছেন বহু মানুষ এখনো ১০০দিনের কাজের টাকা পায় নি।কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা পাওনা রয়েছে।সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ৫ ও ৬ তারিখে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আন্দোলনে পথে নামবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তাই তারা আজ প্রতিবাদ মিছিল করেন।