সংবাদাতা,দুর্গাপুর:- বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সেখ আবদুল মান্নান সিবিআই এর তলবে দুর্গাপুর এনআইটি'র সিবিআইএর অস্থায়ী ক্যাম্পে আসলেন। তিনি জেরার পড়ে ক্যাম্পাস থেকে বেড়িয়ে জানান, কি কারণে তাঁকে সিবিআই ডেকেছিলেন সেই বিষয়টি পরিষ্কার নয়। কেবল মান্নানবাবুর মোবাইল ফোন সিবিআই নিয়ে কল লিস্ট দেখেন। এছাড়া কোনও কিছু বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি করেনি বলে তার দাবি। তবে মান্নানবাবু সিবিআই আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা করেবেন বলে জানান।
সিবিআই এর তলবে দুর্গাপুর এনআইটি'র সিবিআইএর অস্থায়ী ক্যাম্পে আসলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি
June 06, 2022
0