সংবাদাতা, পূর্ব বর্ধমান:- চারচাকা গাড়ি করে বিয়ে বাড়ি যাওয়ার সময় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই চারচাকা গাড়িটি অস্থায়ী কাঠের সেতু থেকে দামোদর নদের জলে পড়ে যায়।দুর্ঘটনায় জখম হয় সাতজন যাত্রী।তাদের উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার পূর্ববর্ধমানের গলসির আটপাড়া থেকে গাড়ি করে বিয়ে বাড়ি যাচ্ছিল বাঁকুড়ায়। চারচাকা গাড়িতে ৭জন যাত্রী ছিলেন। বালি বোঝাই লরি চলাচলের জন্য গলসির শিল্লাঘাটে দামোদর নদের উপরে অস্থায়ী কাঠের সেতু তৈরি করা হয়েছে। চারচাকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায়।
এখন নদীতে জল কম থাকায় ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়ির সওয়ারীদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন যাত্রীর অবস্থা খারাপ।স্থানীয়রা তৎপর না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।যাত্রীদের সলিল সমাধি হত।সাতজনের মধ্যে দুটি বাচ্চাও ছিল চারচাকাটিতে।