তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় একটি চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম রঞ্জু শেখ। ধৃত যুবক বীরভূমের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসায় একটি চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ রঞ্জু শেখের নাম জানতে পারে। ধৃত যুবক ভিন্ন একটি ঘটনার সাথে যুক্ত থাকায় আগেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।
আরো পড়ুন:- ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা
গত ১৮ তারিখে কাঁকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে আবেদন জানিয়ে রঞ্জু শেখকে তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। ৮ দিনের পুলিশি হেফাজতের পর সোমবার ধৃত কে দুর্গাপুর আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।