Type Here to Get Search Results !

হটাৎ পোকার উপদ্রবে নাজেহাল কাঁকসার বামুনারা অঞ্চলের মানুষ



তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পোকার উপদ্রবে নাজেহাল কাঁকসার বামুনারা অঞ্চলের মানুষ। বুধবার বিকেলে বৃষ্টি হওয়ার পর হঠাৎ দেখা যায় রাশি রাশি উইপোকা ঝাঁকে ঝাঁকে উড়ছে। পথচারী থেকে শুরু করে দোকানে থাকা ক্রেতা ও বিক্রেতাদের নাজেহাল অবস্থা। 



একসময় পোকার উপদ্রব এতটাই বেড়ে যায় যে প্রায় আধা ঘন্টার জন্য দোকানদাররা তাদের দোকানের লাইট অফ করে তাদের ব্যবসা বন্ধ করে দেয়।



 ও পথচারী থেকে শুরু করে বাইক আরোহীরা কিছুক্ষণ জন্য থমকে যান এবং এক জায়গায় দাঁড়িয়ে পড়েন।কিভাবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে তা কারোর জানা নেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad