সংবাদাতা,পূর্ব বর্ধমান:- মিলের চার শ্রমিককে গুণ্ডা আখ্যা দিয়ে নোটিশ। প্রতিবাদে কাজ বন্ধ রেখে বুধবার বিক্ষোভ সামিল হলেন শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ।
পূর্ব বর্ধমানের বড়শুল এলাকার শক্তিগড় টেক্সটাইল এণ্ড ইণ্ডাস্ট্রিস লিমিটেডে নোটিশ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । বুধবার দ্বিতীয় সিফটে কাজ করতে এসে শ্রমিকেরা দেখে চার শ্রমিকের নামে গুণ্ডা আখ্যা দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। শ্রমিকরা জুট মিলের শৃঙ্খলা ভঙ্গ করে পরিবেশ নষ্ট করছে এবং তার প্রভাব উৎপাদনে পড়ছে বলে নোটিশে দেখতে পায় শ্রমিকরা। এর পরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কাজ বন্ধ রেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাদের দাবী মিল কর্তৃপক্ষকে বার বার বলা সত্ত্বেও তাদের বেতন বৃদ্ধি করার বিষয়ে কর্ণপাত করছে না। অথচ তাদের সাথে মিল কর্তৃপক্ষের তিন বছরের চুক্তি শেষ হয়ে গেছে। নতুন চুক্তি হলে তাতে তাদের বেতন বৃদ্ধি পাবার কথা। কিন্তু কর্তৃপক্ষ নানান আছিলায় বিষয়টি এড়িয়ে যাচ্ছে। যে চার শ্রমিকের নামে নোটিশ দেওয়া হয়েছে তারা মিল কর্তৃপক্ষের সাথে বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়েছিল। তাই ওই চার শ্রমিকের নামে ইচ্ছাকৃত ভাবে কর্তৃপক্ষ এই নোটিশ টাঙ্গিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।
শ্রমিকদের আরও অভিযোগ, কর্তৃপক্ষ বিভিন্ন আছিলায় তাদের সাথে দুর্ব্যবহার করে। খাবার জল থেকে বাথরুম অনেক সমস্যা রয়েছে এই মিলে। অথচ বলতে গেলে তাদের উপর অত্যাচার করা হয় বলেও অভিযোগ করেন শ্রমিকরা। বিষয়টিকে কেন্দ্র করে এতটাই উত্তেজনা ছড়ায় যে, শক্তিগড় থানার পুলিশের পাশাপাশি বর্ধমান পুলিশ লাইন থেকে র্যাফ নামানো হয় মিলে। ঘটনাস্থলে এসে পৌঁছান বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার। বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভরত শ্রমিকরা কাজে যোগ দেন।