সংবাদাতা,পূর্ববর্ধমান:- পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজমোড় এলাকার ঘটনা।মৃত ছাত্রীর নাম রাজিয়া খাতুন(১৮)।সে গুসকরা গার্লস স্কুল থেকে উচ্চমাধ্যমিক দিয়েছিলো। উচ্চমাধ্যমিকে পাস করতে পারেনি সে,পাশ করানোর দাবীতে আন্দোলনে সামিল হয়েও মেলেনি ফল,অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ছাত্রী।
বুধবার সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকেরা রাজিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রাজিয়া উচ্চমাধ্যমিকে ব্যাক পায় তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিলো বলে পরিবারের দাবী।এমনকি পাশ করানো দাবীতে গুসকরায় আন্দোলনেও যোগ দেয় সে।কিন্তু কোনো ফল না মেলায় রাজিয়া এই পথ বেছে নিয়েছে বলে পরিবারের দাবী।
পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশমর্গে পাঠায়।