তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পানাগড় বাজারে চলন্ত বাসে হাতেনাতে ধরা পড়লো এক পকেটমার। বুধবার দুপুরে দুর্গাপুর থেকে পানাগড় আসার পথে এক যাত্রীবাহী বাসে পকেট মারি করার সময় ওই বাসের কন্ডাক্টর হাতেনাতে ধরে ফেলেন ওই ব্যক্তিকে।
বাসটি পানাগড় বাজারে পৌঁছানোর পর কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।ধৃত ব্যক্তি বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গেছে।