সংবাদাতা,পূর্ব বর্ধমান:- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক লরি চালক কে গ্রেপ্তার করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।
মঙ্গলবার রাত্রে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার সময় কাঁকসার বাঁশকোপা টোলপ্লাজার কাছে লরি দাঁড় করিয়ে লরির বৈধ কাগজ দেখার সময় ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা বুঝতে পারেন লরি চালক মদ্যপ অবস্থায় রয়েছে।
এরপরই তার পরীক্ষা করে তাকে গ্রেপ্তার করে ট্রাফিক গার্ডের পুলিশ। বুধবার ধৃত লরি চালককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। আটক করা হয় লরি টিকে।
ধৃত লরি চালকের নাম দিলীপ কুমার। ধৃত লরি চালক বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।