শুভময় পাত্র, বীরভূম:- পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের তিনজন বিষ খেয়ে আত্মহত্যা।মিলেছে একটি সুসাইড নোট। বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত মহুলা গ্রামে পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে মৃত্যু হলো মা ,বাবা ও ছেলের। সোমবার রাতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মিলেছে একটি সুসাইড নোট। সেখানে ৭ জনের নাম উল্লেখ করে বলা হয়েছে তাদের মৃত্যুর জন্য ওই ৭ জনই দায়ী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মহুলা গ্রামে প্রশান্ত পাত্রর সঙ্গে বিবাহ হয়েছিল তৃপ্তি পাত্রের। এরপরেই তাদের একটি পুত্র সন্তান জন্মায় যার নাম দীপ পাত্র। সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো বলে অভিযোগ। অভিযোগ, প্রশান্ত পাত্রর মা তিনি ছেলে ও বৌ এর ভালো দেখতে পারতেন না বলে অভিযোগ।
শাশুড়ি ওই গৃহবধূকে শারিরীক ও মানসিক নির্যাতন করতো বলে অভিযোগ। এরপরেই মূলত তারা ধিক্কারে তিনজনে বিষ খেয়ে আত্মহত্যার করে বলে স্থানীয় সূত্রে খবর। ইতিমধ্যেই বোলপুর মহকুমা হাসপাতালে ওই তিনজনকে নিয়ে আসলে চিকিৎসকরা মা ও ছেলে কে প্রথম মৃত বলে ঘোষণা করে। তবে মৃত গৃহবধূর স্বামী প্রথমে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পরে তার মৃত্যু হয়। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পারুই থানার পুলিশ।