তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো ৫ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু নম্বর কলোনি এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন একটি যাত্রীবাহী বাস বোলপুর থেকে পানাগড় আসার সময় কাঁকসার ২নম্বর কলোনির কাছে যাত্রী নামানোর জন্য দাঁড়ায়। সেই সময় একটি পাথর বোঝাই লরি বোলপুর থেকে পানাগড় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা মারলে যাত্রীবাহী বাসটি রাস্তা থেকে নেমে নয়ানজুলিতে নেমে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
পুলিশ আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। দুর্ঘটনার জেরে পানাগড় মোর গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস টিকে উদ্ধারের চেষ্টা চালায়। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করে পুলিশ।