সংবাদাতা, পূর্ব বর্ধমান:- বিক্ষোভের জেরে পূর্ব বর্ধমানের আউশগ্রামের দিগনগর ১ নম্বর পঞ্চায়েতের নামো তেলতা ও উপর তেলতা এলাকার রাস্তার বেহাল অবস্থা পরিদর্শন করলেন জেলাপরিষদের প্রতিনিধিদল।
এলাকাবাসীর ক্ষোভ এই এলাকার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দু'দিন আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতীরাজ সম্মেলনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এলাকার সাংসদ ও বিধায়কের কাছে সমস্যার কথা তুলে ধরে জানান রাস্তা না হলে ওই এলাকার মানুষ আর দলকে ভোট দেবেন না।
বিষয়টি নিয়ে সাংসদ ও বিধায়ক জেলাপ্রশাসনের কাছে তদবির করেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাপরিষদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল যান। তারা মাপজোখ করেন। এই রাস্তা তাড়াতাড়ি সংস্কার করা হবে বলে জানান।