তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বামুনাড়া এলাকায় নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শনিবার সকালে ৫৬ বছর বয়সী হারাধন অধিকারী নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন মৃত হারাধন অধিকারি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সারাদিন খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে শনিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে তার মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা। বামুনাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
আরো পড়ুন:- পানাগড়ে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
যদিও পরিবারের সদস্যদের দাবি পারিবারিক কোনো অশান্তি ছিল না। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলে অনুমান পরিবারের সদস্যদের।শনিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কাঁকসা থানার পুলিশ।ঘটনায় তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।