তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে পানাগড়ের রেলপাড়ে।মৃত গৃহবধূর নাম কবিতা কুমারী, বয়স ২৮ বছর।শুক্রবার রাতে ঘরের ভিতর থেকে মৃতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
বিহারের বাসিন্দা মৃতার বাবার অভিযোগ গত ১০বছর আগে পানাগড়ের রেলপাড়ের বাসিন্দা অমর্জিতের সাথে তার মেয়ের বিয়ে হয়।তাদের দুটো সন্তানও রয়েছে।শুক্রবার রাত্রে মৃতার বাবাকে মেয়ের মৃত্যুর খবর দেওয়া হলে শনিবার সকালে কাঁকসা থানায় পৌঁছান মৃতার বাবা।
আরো পড়ুন :- একসপ্তাহের মধ্যেই ফের সকেটবোমা উদ্ধার হল পূর্ববর্ধমানের আউশগ্রামে
মৃতার বাবার অভিযোগ তার মেয়েকে শশুর বাড়ির লোকেরা হত্যা করেছে।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে রাতেই মৃতার স্বামী অমর্জিত মন্ডলকে আটক করা হয়ে।শনিবার সকালে মৃতার ভাসুর শম্ভু মণ্ডলকেও আটক করে পুলিশ।শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।