Type Here to Get Search Results !

পাওয়ার লিফটিংয়ে স্বর্ণপদকজয়ী সীমা দত্ত চ্যাটার্জিকে সম্মান জানালেন দুর্গাপুর নগর নিগম



সংবাদাতা, দুর্গাপুর:- এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলা তথা পাওয়ার লিফটিংয়ে স্বর্ণপদকজয়ী  দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্ত চ্যাটার্জিকে এবার সম্মান জানালেন দুর্গাপুর নগর নিগম । 










বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের মহানাগরিকের দপ্তরে তাঁকে সম্মানিত করা হয় ।সীমা দেবী ছাড়াও এদিন তাঁর কোচ অংশু সিংকেও সম্মানিত করা হয় । দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায় এদিন এশিয়া জয়ী এই দুই জনকে   সংবর্ধনা জ্ঞাপন করেন ।









এদিন মহানাগর দপ্তরে উপস্থিত ছিলেন নগর নিগমের বিভিন্ন দফতরের মেয়র পারিষদ, পৌরপিতা ও পুরমাতারা । নগর নিগমের পক্ষ থেকে এই সম্মান পেয়ে যথেষ্টই আনন্দিত সীমাদেবী । 










প্রসঙ্গত সম্প্রতি কোয়েম্বাটোরে অনুষ্ঠিত হওয়া এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে চার চারটি  স্বর্ণপদক জয় করেন শিল্পশহর দুর্গাপুরের বিধান নগরের গৃহবধূ শিমা দত্ত চ্যাটার্জী। এছাড়াও এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার সম্মান ও পদক পান তিনি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad