Type Here to Get Search Results !

ইসিএলের কয়লা পরিবহনের জেরে ভেঙেছে রাস্তা বলে অভিযোগ স্থানীয়দের, বাড়ছে দুর্ঘটনা

 



সোমনাথ মুখার্জী পাণ্ডবেশ্বর:- পান্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি ' বি ' কোলিয়ারি সিএম প্রজেক্ট, এই প্রোজেক্টের কয়লা পরিবহনের জেরে এলাকার রাস্তা হয়েছে ভয়াবহ । নিত্যদিন ঘটছে ছোটখাট দুর্ঘটনা । যেকোনো সময় বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের।








বড় বড় কয়লা বোঝাই গাড়ি রাস্তায় যাতায়াতের ফলে রাস্তা ভেঙ্গে খানাখন্দে ভর্তি তার সাথে পাল্লা দিয়ে এলাকার বাতাস ভরেছে ধূলিকণায় । একদিকে ভাঙছে রাস্তা দুর্ঘটনার প্রবণতা বাড়ছে অন্যদিকে এলাকার দূষণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে । এ ব্যাপারে ভ্রুক্ষেপ নেই বাকোলা এরিয়া ইসিএল আধিকারিকদের। 








রাস্তার ধুলো থেকে বাঁচতে স্প্রে করা হচ্ছে জল । এতেই গোদের ওপর বিষফোঁড়া মত বেড়েছে দুর্গতি নিত্যযাত্রীদের । প্রচন্ড ধূলিকণা থেকে রক্ষা পেতে চোখ মুখ ঢেকে রাস্তা পর হতে খুব একটা সমস্যা হয় না ।  তবে রাস্তার ওপর জল স্প্রে করে দেওয়ার পর রাস্তা হয়ে পড়ছে পিচ্ছিল । এটাই বেড়েছে বিপদের ঝুঁকি।









দুচাকা গাড়ি নিয়ে পিছলে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল । ইতিমধ্যেই বেশ কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেওছে এলাকায় , এমনটাই স্থানীয় সূত্রের খবর । স্থানীয় বাসিন্দা পলাশ রায় চৌধুরী জানান, প্রতিনিয়ত পান্ডাবেশ্বর কুমারডিহি কোলিয়ারির সিএম প্রজেক্ট থেকে কয়লা বোঝাই গাড়ি গুলি বিপরীত দিকে একটা  কাঁটা ঘরের উদ্দেশ্যে যায় । এই রাস্তা দিয়েই এই এলাকার মানুষজন পাণ্ডবেশ্বর হয়ে বীরভূম জান । প্রতিনিয়তঃ এত বড় বড় গাড়ি যাতায়াত করে তারওপর রাস্তা বেহাল যাতে করে দুর্ঘটনার প্রবণতা খুবই বেড়েছে । তিনি বলেন অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক যাতে করে বিপদ এড়ানো যায় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad