তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- প্রবল গরম থেকে রেহাই পাওয়ার জন্য দুটি স্কুলে শীতল পানীয় জলের মেশিন দেওয়া হল। বুধবার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় পানাগর বাজার হিন্দি হাই স্কুলে একটি বেসরকারী কারখানার পক্ষ থেকে দুটি স্কুল কর্তৃপক্ষের হাতে দুটি শীতল পানীয় জলের মেশিন তুলে দেওয়া হয়।
দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, স্কুল পরিদর্শক সোমনাথ ঘোষ , বেসরকারি কারখানার আধিকারিকরা এবং স্কুল কর্তৃপক্ষ। বুধবার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে শীতল পানীয় জলের মেশিন তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে।
কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি জানিয়েছেন প্রবল গরমের জন্য সমস্যায় পড়তে হতো কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের এবং পানাগর বাজারের হিন্দি হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের। যে বেসরকারি সংস্থা দুটি বিদ্যালয়ে ঠান্ডা পানীয় জলের মেশিন দিয়েছে তাদের স্কুল কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে। এমনিতেই পানাগর ও আশেপাশের এলাকায় প্রবল গরম অনুভূত হয়। সেই কারণে ছাত্র-ছাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হতো।