তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- দীর্ঘদিন ধরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বুধবার পুনরায় নতুন করে পানাগর স্টেশন সংলগ্ন জিপিটি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড নামের রেলের স্লিপার তৈরীর কারখানায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের চুক্তি চূড়ান্ত হল।
বুধবার শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষের সাথে দেখা করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক।
অভিজিৎ ঘটক জানিয়েছেন জেলার দায়িত্ব পাওয়ার পর কারখানার শ্রমিকরা তাকে তাদের অভাব-অভিযোগের কথা জানিয়েছিলেন।নতুন চুক্তিতে শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে নতুনভাবে চুক্তি করা হয়। সেই চুক্তির কারখানা কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
আগামী দিনে কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের সুসম্পর্ক তৈরি হবে এবং কাজের ক্ষেত্রে আগামী দিনে কোন রকম সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি।