তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- কাঁকসার গোপালপুরে এক বেসরকারি ইস্পাত কারখানায় ফার্নেসের উপর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন কারখানার শ্রমিকরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
মৃতশ্রমিকের নাম তারেশ মন্ডল। বছর ৪৮ এর মৃত শ্রমিকের বাড়ি কাঁকসার গোপালপুরে। কি কারণে ওই শ্রমিক আত্মহত্যা করলেন তা বুঝতে পারছে না অন্য শ্রমিকেরা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে পিগ আয়রন চুরির অভিযোগ ওঠে ওই শ্রমিকের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ খুঁজছিল তাকে । পুলিশের হাত থেকেই বাঁচতে সম্ভবত সে আত্মহত্যা করেছে বলে অনুমান স্থানীয়দের।
ঘটনা সূত্রে জানা গেছে ওই কারখানার ঠিকাদারি সংস্থার সুপারভাইজার পিগ আয়রন পাচার করা সময় ধরা পড়ে নিরাপত্তা রক্ষীদের হাতে। স্কুটিতে করে পিগ আয়রন পাচার করছিল ওই সুপারভাইজার। নিরাপত্তা রক্ষীরা সুভারভাইজার কে আটক করলে সে আরও দুইজনের নাম বলে । একজন ভক্ত বাউরি এবং অন্যজন তারেশ মন্ডল । ভক্ত বাউরিকে পুলিশ আটক করে । তারপর থেকেই নাকি তারেশ মণ্ডল কে খুজে পাওয়া যাচ্ছিল না। এরপরেই তারেশ মন্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।