সংবাদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরের লেনিন সরণির একটি বেসরকারি কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সিপিএম এর শ্রমিক সংগঠন কারখানা গেটে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে সামিল হয় কারখানার শ্রমিকরা। পশ্চিম বর্ধমান জেলার সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।
বিক্ষোভকারীদের অভিযোগ, শিল্পাঞ্চলে দিনের পর দিন এক একটি করে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সিপিএম'র অভিযোগ, রাজ্য সরকারের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা।
যদিও কারখানা কর্তৃপক্ষ দাবি, কারখানার আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ায় তারা শ্রমিকদের বেতন দিতে অক্ষম। এবং উৎপাদন কয়েক বছর আগেই বন্ধ করা হয়েছে। তাদের মতে দেউলিয়া হয়ে গিয়েছে কারখানা। ৩০ শে মে কারখানা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জাড়ি করে। সিপিএম পক্ষ থেকে রাজ্য সরকারকে দায়ি করে এদিন চলে বিক্ষোভ।