সংবাদাতা,পূর্ব বর্ধমান:- খাস জমির দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল পূর্ব বর্ধমানে ভাতার।শুক্রবার ভাতারের মোহনপুর গ্রামে জমি দখলকে নিয়ে দুই পক্ষে মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ।
ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে ৮ জন।তাদের আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর গোটা গ্রাম সুনসান। ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে যায় ।
নতুন করে যাতে কোনো অশান্তি ছড়িয়ে না পরে তার জন্য পুলিশ এলাকায় টহল দিচ্ছে।ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে।
হাসপাতালে ভর্তি জখম আমির মল্লিক বলেন, প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের সঙ্গে বর্তমান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর অনুগামীদের মধ্যে ঝামেলা হয় জমি দখলকে নিয়ে। তার দাবী সুভাষ মণ্ডলের অনুগামীরা তাদের উপর হামলা চালায়।ব্যাপক বোমাবাজি করে ও গুলি চালায়।