তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার পানাগড়ের রেল কলোনি নতুনপাড়া এলাকায় বিজেপির কাঁকসা দুই নম্বর মন্ডলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির এর সূচনা করেন বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষ, বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, বিজেপির কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী, সহ কাঁকসা দু'নম্বর মন্ডলের বিজেপির কর্মী সর্মথকরা।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন আজকের দিনেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী জম্মু-কাশ্মীর কে ভারতের অঙ্গ হিসাবে রক্ষা করার জন্য নিজের বলিদান দিয়েছিলেন। সেই দিনটি তার বলিদান দিবস হিসাবে তাকে স্মরণ করতে আজ তারা রক্তদানের মাধ্যমে এই দিনটি পালন করছেন। বিজেপির ২৫জন বিজেপির কর্মীরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে রক্ত দান করেন।