সংবাদাতা, পূর্ব বর্ধমান:- 'কিছু মানুষ মনে করে আমরা বড় নেতা হয়ে গেছি। আদতে পার্টির বাইরে আমাদের কারো কোনো অস্তিত্ব নেই এটা অনেকে ভুলে যায়। পার্টির সংবিধানে কোথাও লেখা নেই দুধকুমার মণ্ডলের সাথে আলোচনা করে এই কমিটি গুলো করতে হবে।'
রবিবার পূর্ব বর্ধমান জেলা পার্টি অফিসে কর্মী বৈঠকে যোগ দিতে এসে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দিলীপকে বলো কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বিজেপির রাজ্য সভাপতি হিসাবে আমি বলেছিলাম যারা টাকা দিয়ে চাকরি পাননি বা ভুয়ো চাকরি পেয়েছেন তাদের বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করে পুলিশে অভিযোগ জানাতে । দিলীপদা তার ইমেল আইডি দিয়ে তার কাছেও অভিযোগ জানাতে বলেছেন, এতে অসুবিধার কিছু নেই। সভাপতি যে কথা বলেছিলেন উনি সেই কাজই করছেন।'
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অনুষ্ঠানে শিল্পীদের খরচ প্রসঙ্গে সৌগত রায়ের মন্তব্যর প্রেক্ষিতে এদিন সুকান্ত বাবু বলেন, 'তৃণমূল কংগ্রেস তোলাবাজি করে চলে এটা ওপেন সিক্রেট। সৌগত রায় বুড়ো বয়সে সত্যি বলার ইচ্ছে হয়েছে তাই হয়তো তিনি বলছেন, তবে এখান থেকে তৃণমূল কংগ্রেস সরবে না' বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।
অন্যদিকে অগ্নিবীর প্রকল্প নিয়ে দেশ জুড়ে অশান্তি পাকানোর ঘটনায় তিনি বিরোধীদের একহাত নেন।তিনি বলেন বিরোধীদের উস্কানিতে কোথাও কোথাও অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে। তবে এত ভালো প্রকল্প চালু হলে উপকৃত হবেন বেকাররা।