সংবাদাতা, দুর্গাপুর:- সরকারি উন্নয়ন প্রকল্পগুলি সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় শুক্রবার । দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই প্রশাসনিক স্তরে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় ।
বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক শ্রী এস অরুণ প্রসাদ, এ ডি এম (ডি) শ্রী সঞ্জয় পাল,জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, পাণ্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্র নাথ চক্রবর্তী ও অন্যান্য সরকারি আধিকারিকরা ।
এদিনের বৈঠকে মূলত পঞ্চায়েত এবং গ্রামের মানুষের জন্য যে সকল সরকারি উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে ,সেগুলি কাজের অগ্রগতি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয় । আগামী সপ্তাহে পশ্চিম বর্ধমানের জেলার প্রশাসনিক বৈঠক রয়েছে যে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে এই উন্নয়ন প্রকল্পগুলি খতিয়ান তুলে ধরতেই এই সমীক্ষা মূলক বৈঠকের আয়োজন ।