সংবাদাতা, পূর্ববর্ধমান:- রবিবার সকালে পূর্ব বর্ধমানের রায়ান পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় স্থানীয় যুবক সেখ সাহিনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হল তারই দুই বন্ধু।
রবিবার রাতেই ডাঙ্গাপাড়া এলাকা থেকে সেখ সাগর ও সেখ আবীর নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি সেখ সাহিনকে ধৃত তারই দুই বন্ধু খুন করেছে। পুলিশ জানায় সাহিল তার বন্ধুদের সাথে একটি বিয়ে বাড়ি গিয়েছিল। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে কোনো একটি বিষয় নিয়ে সাহিলের সাথে তার বন্ধুদের ঝামেলা হয়। সেই সময় সাহিলের উপর এই দুই বন্ধু মিলে হামলা করে।
পরে সাহিলকে ক্যানেলে ফেলে দিয়ে চলে যায় তার বন্ধুরা। পুলিশের কাছে ধৃতরা গোটা বিষয়টি স্বীকার করেছে বলে জানান ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল। আজ ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দু'দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার সকালে ডাঙ্গাপাড়া এলাকায় ডিভিসির ক্যানেলে সাহিনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুখ ঢাকা অবস্থায় মৃতদেহ পরে থাকায় প্রথমে স্থানীয়রা চিনতে পারেনি। পরে পুলিশ এসে ক্যানেল থেকে মৃতদেহ তোলার পর সাহিনকে চিনতে পারে পরিবার ও স্থানীয়রা।
সাহিনের বাবা-মা আমেদাবাদের একটি কারখানায় কাজ করে। সাহিন তাদের সাথে সেখানেই থাকতো। ঈদ কাটাতে মাস দু'য়েক আগে বর্ধমানের ডাঙ্গাপাড়ায় আসে সে। গত দু'দিন ধরে খুঁজে ছিল। পাওয়া যাচ্ছিল না সাহিনকে। পরিবারের লোকজন দাবি করেছিল সাহিনকে খুন করা হয়েছে।