সংবাদাতা,পূর্ব বর্ধমান:- তিন দুস্কৃতি ধরা পড়লো পুলিশের জালে।একটি তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করার উদ্দেশ্য ধৃত তিনজন বর্ধমান শহরের পারবীরহাটায় জড়ো হয় রবিবার রাতে বলে জানা গেছে।এসটিএফের কাছে আগাম খবর ছিল।বর্ধমান থানার পুলিশের সাহায্য নিয়ে তিনজন দুস্কৃতিকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় শহরের পারবীরহাটা এলাকা থেকে।
ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল জানান, ধৃতদের নাম আশীষ বানার্জী, নিমাই দাস এবং পার্থ পাল। ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না, হুগলি এবং বর্ধমান শহরে। এসটিএফের কাছে খবর ছিল এই দুস্কৃতিরা বর্ধমানের এক ব্যক্তিকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করার উদ্দ্যেশ্যে জড়ো হয়েছে। এসটিএফ বর্ধমান থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালায়।
ধৃতদের কাছ থেকে ৯৪৩ গ্রাম ওজনের একটি ধাতু উদ্ধার করে পুলিশ। ধাতুটি কোনো তেজস্ক্রিয় পদার্থ কিনা তা পরীক্ষার জন্য পাঠাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান এই দুস্কৃতিরা কোন প্রতারণা চক্রের সাথেও যুক্ত থাকতে পারে। ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার তাদের আদালতে পেশ করা হয়েছে।