তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রয়াত তৃণমূল কর্মী সান্টু গোপাল মন্ডলের স্মরণ সভা সফল করতে শনিবার বিকালে কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল,জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস,
কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য চিন্ময় মন্ডল,জেলা আদিবাসী সেলের নেতা মঙ্গল টুডু,কাঁকসা ব্লকের তৃণমূলের মহিলা সভানেত্রী অর্পিতা ঢালি সহ কাঁকসার বিভিন্ন অঞ্চলের কর্মীরা। কাঁকসা ব্লকের তৃণমুলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন আগামী ১৮ই মে কাঁকসার বাবনাবেড়া গ্রামে শহীদ তৃণমূল কর্মী সান্টু গোপাল মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সেই স্মরণ সভায় জেলা ও ব্লকের নেতৃত্বরা উপস্থিত থাকবেন।
তিনি জানিয়েছেন গত ১৯৯৮ সালে ১৮ই মে শহীদ সান্টু গোপাল মন্ডল পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার জন্য তৎকালীন বাম সরকারের সময়ে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হন। তার পর থেকে প্রতি বছর শহীদ দিবস পালন করা হয়।