তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- জাগৃতি সংঘের উদ্যোগে একদিবসীয় ক্রিকেট টু্নামেন্ট অনুষ্ঠিত হলো বুদবুদে। এলাকার ১৬ টি টিম নিয়ে একটি নকআউট এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল জাগৃতি সংঘ এদিন সন্ধ্যায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিল এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা ।
চূড়ান্ত পর্যায়ের খেলা তিল ডাং একাদশ ও জ্যাক ইজ ব্যাক ডিমের মধ্যে হয় এই খেলায় জয়ী হয় তিলডাঙ্গা একাদশ।ক্লাবের সভাপতি অন্তিম সিং বলেন ' আজকের দিনে ছেলেরা খেলার মাঠে আসে না , সবাইকে খেলার মাঠে আনার লক্ষ্যে বাচ্চা ও বয়স্কদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে আরো বিশেষ করে করা আমাদের ক্লাবের সদস্য 'জিমি' যিনি বেশ কিছুদিন আগে তিনি পরলোকগমন করেছেন, সে ছিল ক্রিকেটপাগল তার স্মৃতির উদ্দেশ্য এই ক্রিকেট টু্নামেন্ট । এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা বাপন, দামু, স্বপন, রাহুল, শচীন, অমিত, সহ আরো অন্যান্য সদস্যরা এদিন উপস্থিত ছিলেন।