সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:-পান্ডবেস্বরে আটক তিনটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর। সরকার কয়লা ও বালির অবৈধ কার্যকলাপ দমনের দাবি করলেও, পান্ডবেস্বর এলাকায় বেআইনি অবৈধ বালি পাচারের ঘটনা সামনে এল। তবে পুলিশ প্রশাসনও প্রস্তুত রয়েছে। শুক্রবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অবৈধ বালি বহনকারী দুটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা ও রামনগর এলাকা থেকে অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর এবং বুধবার রাতে হরিপুর এলাকা থেকে বালি বোঝাই ট্রাক্টর আটক করে। পুলিশ জানায়, তদন্তের সময় গাড়ির চালকরা বালির কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়, ফলে তিনটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে পুলিশ।