সংবাদাতা ,পূর্ব বর্ধমান:- সম্প্রতি বর্ধমান থানা এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন, ল্যাপটপ ও মোটর বাইক উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল বর্ধমান থানার পুলিশ। মে মাসের শুরুর দিকে এগুলি চুরি হওয়ায় অভিযোগ জমা পরেছিল বর্ধমান থানায়। পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই এই ঘটনার সাথে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
শনিবার বর্ধমান থানায় ১২ টি মোবাইল, ১ টি ল্যাপটপ ও ১ টি মোটর সাইকেল চুরি হয়ে যাওয়া ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী এবং ডি এস পি হেড কোয়াটার অতনু ঘোষাল ল্যাপটপ ও মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন।