শুভময় পাত্র,বীরভূম:- ছোট মেয়ের জন্মদিন, কিন্তু সেটা অন্য আর পাঁচটা বাবা মায়ের মত ঘটা করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নেমন্তন্ন করে খাওয়ানো থেকে বিরত হয়ে একেবারে অন্যরকমভাবে সমাজের কল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে এক নজির সৃষ্টি করলেন বোলপুর তথা বীরভূমের রক্তদান আন্দোলনের সক্রিয় কর্মী নুরুল হক।
সমাজে রক্তদানের প্রয়োজনীয়তা ও রক্তদানের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ও বিভিন্ন ভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির এর সঙ্গে যুক্ত থেকে বছরের অনেকটা সময়ই অতিবাহিত করেন পেশায় শিক্ষক নুরুল হক মহাশয়। ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কে উপলক্ষ করে এদিন তার মেয়ের প্রথম জন্মদিনে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের সঙ্গে নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে পালন করা হয় এই বিশেষ দিনটি।
ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম ও বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রোটারি ক্লাবের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের। এদিন প্রায় 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে সমাজের প্রতি তাদের যে মানবিক দিক তুলে ধরেছেন তাতে সত্যি আগামী প্রজন্মকে এই কাজে আরো বেশি উৎসাহিত করতে ও সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগী হবে বলে মনে করছেন নুরুল হক মহাশয়।
এছাড়াও এদিন তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত ১০ জন শিশু র শিশুর হাতে পড়াশোনার সামগ্রী থেকে শুরু করে ফলমূল ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। আর তার পরিবারের সদস্যদের বিরল রক্তের গ্রুপ হওয়াই অসময়ে যারা রক্তদানের মধ্যে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন তাদেরও বিশেষ সম্মাননার ব্যবস্থাও করেন নুরুল বাবু।