সংবাদাতা,পূর্ব বর্ধমান:- জোরপূর্বক পুরনো একটি বাজারকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ উঠলো প্রোমোটারের বিরুদ্ধে। অভিযোগ 'জোরপূর্বক পুরনো একটি বাজারকে উচ্ছেদের চেষ্টা করছেন একজন প্রোমোটার। তার পিছনে কোনো প্রভাবশালী ব্যক্তি থাকতে পারেন।' এই আশঙ্কায় বীরহাটা বাস্তুহারা বাজারের ব্যবসায়ীরা আজ পূর্ব বর্ধমানের জেলাশাসকের দ্বারস্থ হলেন।
তাদের অভিযোগ , এই অঞ্চলে বীরহাটা বাস্তুহারা বাজার নামেই তাদের বাজারটি পরিচিত। এখানে অনেকগুলি দোকান আছে। বিগত ৬২ বছর ধরে এই বাজার রয়েছে। আগে তাদের বাবা কাকারা দোকান চালাতেন।এখন তাদের উত্তরসূরীরা চালান।
তাদের দাবি,জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন তাদের নামে অধিকার দেবার কথা বলা হয়।এখন তারা জানতে পারছেন কার্তিক পাল নামে কোনো এক ব্যক্তি ওই মূল্যবান জায়গাটিতে প্রোমোটিং করতে চাইছেন। তিনি নানাভাবে বাজারের উন্নতি করে দেবেন বলে চাপ দিচ্ছেন। ব্যবসায়ীরা এতে রাজি নন। তারা নিজেদের নামে স্বত্ত্ব চাইছেন। সেই দাবিতেই আজ জেলাশাসককে ডেপুটেশন দিলেন তারা।